Menu
Categories
বুয়েট ফাইনাল ইয়ার
December 5, 2015 blog

imagesতখন বুয়েটে মাত্র ঢুকলাম। যেকোন জায়গায় গেলে সবাই আগ্রহের সাথে জিজ্ঞেস করে , কি করো, কোথায় পড় এইসব।

আমার এক চাচা ছিলেন খুবই মজার মানুষ। কোন কথা বলার আগে কোন চিন্তা ভাবনা করতেন না। যা মনে আসে বলতেন।

চাচা কারো সাথে আমার পরিচয় করিয়ে দিতে বলতেন, আমার ভাতিজা । খুবই মেরিটোরিয়াস। বুয়েটে ফাইনাল ইয়ারে পড়ে। ডিপার্টমেন্টে সেকেন্ড পজিসন। ফার্স্টের এর চেয়ে মাত্র দুই নাম্বার কম পাইছে। পাশ করেই বুয়েটে টিচার হিসেবে জয়েন করবে। অবশ্য নাও করতে পারে । ওকে আবার বিদেশী একটা ভার্সিটি ফুল স্কলারশীপ অফার করেছে।

চাচারে বললাম- চাচা আমি পড়ি বুয়েটে ফার্স্ট ইয়ারে। সিজি তলানিতে। লাস্টের থেকে ফার্স্ট । পাশ কইরা হায়েস্ট কোচিং সেন্টার এর টিচার হতে পারবো। বিদেশ গেলে সৌদি আরব ছাড়া উপায় নাই। তুমি বাড়াইয়া এইসব উলটাপালটা কি বলো?

চাচা কয়, চুপ থাক বেটা। বংশের একটা মান ইজ্জত আছেনা ! বাড়াইয়া না কইলে বিয়া করার জন্য ভালো মাইয়া পাবিরে গাধা ?

তবে ইন্টারেস্টিং ব্যাপার পাশ করার পরে বুয়েটের BIIS এ এখনো আমারে ফাইনাল ইয়ার দেখায়। লেভেল-৪, টার্ম-২ 🙂

Leave a Reply

You must be logged in to post a comment.

*