Menu
Categories
জন ডুয়ানের ডায়েরী
June 7, 2015 blog

imagesজঅগ্নিবৃষ্টির মত মেঢ্রার শম্বরে ভিজে যাচ্ছ তুমি

তোমার তুরন্ত দেহটা ধীরে ধীরে নির্বিকার-নিস্তেজ হয়ে আসছে।

 

দীর্ঘ আন্দোলনে তোমার জং ধরা দেহে দেখা দিয়েছে permanent deformation

তোমার বিতংসে সাতাঁর কাটতে কাটতে আমিও নেপোলিয়নের মত ক্লান্ত

সিগারেট নিভে গেছে তাইবলে লেজটা আর সহ্য হচ্ছেনা বুঝি?

 

Ok মেঘের অশ্রুকনাদিয়ে তোমাকে যত্ন করে ধুয়ে দিচ্ছি,

রক্তকবরীর জালটা ইউনিফর্মের মতো পরে নাও তাড়াতাড়ি।

তোমারের উদরের উত্তাপ নিয়ে বিদায় হচ্ছি আমি

অভিমানী শঙ্খের ন্যায় পড়ে থেকোনা-

সময় পেলে আসবো মাঝে মধ্যে।

কামনার কণাগুলো কফির বয়ামে লুকিয়ে রেখো কিন্তু।

Leave a Reply

You must be logged in to post a comment.

*