Menu
Categories
সাবিনা ইয়াসমিনের প্রতিবেশী
December 5, 2015 blog

imagesআমাদের ছোটবেলায় কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন খুব জনপ্রিয় ছিলেন। তো আমাদের পাশের বাসাতেই থাকতেন সাবিনা ইয়াসমিনের এক খালাত বোন । দেখতে প্রায়ই সাবিনা ইয়াসমিনের মতোই ছিলেন। আমার এক মামা আমাদের বাসায় থেকে পড়ালেখা করতেন। তো সাবিনা ইয়াসমিনের বোন (খালাতো বোন ) আমাদের পাশের বাসায় থাকে – এই নিয়ে মামার ভাবের শেষ ছিলোনা।

কোথাও বেড়াতে গেলে, হয়তো ওই বাসায় কোন গান চলছে। মামা বলতো, ‘ আরে ধূর্‌ কি গান ছাড়ছেন – সাবিনা ইয়াসমিনের গান ছাড়েন। গানের বুঝেন কিছু’। আবার কোথাও সাবিনা ইয়াসমিনের গান চললেও মামা যেচে গিয়ে কথা বলতো। বুঝলেন ভাই, ‘আমাদের পাশের বাসাতে সাবিনা ইয়াসমিনের আপন ছোট বোন থাকে। ইয়াসমিন আপা প্রায়ই বেড়াতে আসেন । আমাকে খুব আদর করেন। গতবার আমাকে উনার দুইটা ক্যাসেট উপহার দিয়ে গেছেন। গান টান গাইতে চাইলে বইলেন, আপার সাথে খাতির করে দিবো । দুমিনিটের মামলা’ । এসব বলে মামা খুব আনন্দ পেতো।

মামার আনন্দ বেড়ে গেল আমার এক ছোট্ট দূর্ঘটনায়। স্কুলে মারামারি করে মাথা ফাটিয়ে এসেছি। কপালে ব্যান্ডেজ। তিনটা সেলাই পড়েছে। মামার সাথে কোথাও গেলে , কেউ জিজ্ঞেস করার আগেই মামা শুরু করতো। ‘আরে বইলেন না ভাই, সাবিনা ইয়াসমিনের বোনের ছেলেটা এতো দুষ্টু , এতো দুষ্টু – আমার ভাগ্নের মাথাটা ফাটাই দিছে। থান ইট দিয়ে বারি দিছে। কি করি বলেনতো। সেলিব্রেটির বোনের ছেলে। সাধারন মানুষ হলে একটা কথা ছিল’

Leave a Reply

You must be logged in to post a comment.

*