Menu
Categories
অকারন ট্রাফিক সিগনাল
December 4, 2015 ফেসবুক পোস্ট

imagesআপনারা কেউ কি জানেন ঢাকা শহরের রাস্তার মোড়ে মোড়ে মোট কয়টা সিগনাল বাতি আছে? সিগনাল যেহেতু ট্রাফিক পুলিশকেই কন্ট্রোল করতে হয় সেক্ষেত্রে এই বিপুল পরিমান বাতি জ্বালিয়ে মহামূল্যবান বিদ্যুতের অপচয় না করলেই তো হয়।

আমরা যেহেতু সিগনাল বাতি মানিনা, সেহেতু শুধু শুধু রাষ্ট্রীয় সম্পদের অপচয় করে লাভ কি। যার যেভাবে ইচ্ছা গাড়ি চালাক। সুযোগ পেলেই হুশ করে গাড়ি নিয়ে সিগনাল পেরিয়ে যাক। যেখানে সেখানে পার্কিং করে রাখুক। কার কি আসে যায়। ফুটপাতের উপর পার্মানেন্টলি দোকান ভাড়া দেয়া হউক। মানুষ হাঁটতে হাঁটতে শপিং করবে। যেহেতু আমরা ওভারব্রীজ ব্যবহার করিনা ঢাকা শহরের সকল ওভারব্রীজ উঠিয়ে ফেলা হোক। দৌড়ায়ে রাস্তা পার হতে কতো মজা। কিইবা হবে। মাঝে মধ্যে দুই-একজন বোকা লোক গাড়িচাপা পড়বে। যারা দৌড়ে রাস্তা পার হয়ে যাবে তারা অনেক বুদ্ধিমান। এই শহরের জন্য তারাই যোগ্য। অযোগ্যদের কিংবা বোকাদের এই শহরে বেঁচে থাকার কোন অধিকার নাই ।

Leave a Reply

You must be logged in to post a comment.

*