রাস্তায় তেল শেষ হলে

1401090255230512162একবার বনানী থেকে উত্তরা যাচ্ছিলাম। বনানী পার হওয়ার পর তেল শেষ। রিজার্ভের তেল যে খরচ করছিলাম তাও ভূলে গেছি। প্রায় চার পাঁচ কিলো পরে রেডিশনের পরে পাম্প আছে। পুরা পথ ঠেলতে হবে। রাত সাত’টার মতো বাজে। বাইক ঠেলা শুরু করলাম। একটু পরপর একেকটা বাইক যাচ্ছে , কেউ হয়তো একবার তাকাচ্ছে , তারপর টান দিয়ে চলে যাচ্ছে। দুই – একজনকে দাঁড় করালাম। কিন্তু তেল পেলাম না। একজন বলল, রাতের বেলা তেল দেয়া নিষেধ! অমংগল হয় !

খুব কষ্ট পেলাম। অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, এরপর থেকে রাস্তায় যখনি কাউকে দেখেছি তেল শেষ, চেষ্টা করেছি তাকে হেল্প করতে। আমার একটু তেলে তার অনেক কষ্ট বেচেঁ যাবে। একবার একই রাস্তায় একজনকে দেখলাম একটা অ্যাপাচি ঠেলে ঠেলে নিচ্ছে। আমি থামিয়ে তাকে ২৫০ ml এর মতো তেল দিলাম । আমার তেল বেশী ছিলোনা। উনি বললেন, ভাই আমি IUBAT এ পড়ি। আজকে দশটায় আমার টার্ম ফাইনাল। আপনি সাহায্য না করলে আমার পরীক্ষায় লেট হয়ে যেত। উনি আমার ফেসবুক আইডি চাইলেন – এতোই খুশি হয়েছেন। সবাইকে অনুরোধ করবো দয়া করে কাউকে এই ধরনের বিপদে পড়তে দেখলে অবশ্যই এগিয়ে আসবেন।

Leave a Reply