হুমায়ুন আহমেদের প্রয়ান দিবসে শ্রদ্ধা

Humayun-Ahmed-Countrys-most-enduring-storyteller“পৃথিবীতে এমন কোন কাজ নেই যা না করলে মানুষের জীবন ব্যর্থ হয়। জীবন এতোই বড় একে ব্যর্থ করা খুবই কঠিন ”
– হুমায়ুন আহমেদ

“আমাদের সভ্যতার শুরুতে আমরা তো সমুদ্র থেকে উঠে আসলাম। আমাদের প্রাণের শুরু সমুদ্র থেকে। যে-জন্যে আমাদের রক্তের ঘনত্ব আর সমুদ্রের পানির ঘনত্ব এক। আমাদের রক্তের আর. এইচ. সমুদ্রের আর. এইচ. এক। আমাদের বডির লবণাক্ততা সমুদ্রেরই মতো। সেহেতু সমুদ্র দেখলে সমুদ্রের কাছে যেতে ইচ্ছা করে আমাদের। এটা আমি নিজে ফিল করি। সমুদ্রের পাশে, বিশেষত রাত্রিবেলা দাঁড়ালে, শোনা যায় যে সমুদ্র ডাকছে। এক্কেবারে পরিষ্কার শোনা যায়। এবং আমরা উঠে এসেছি সমুদ্র থেকে। আমরা সমস্ত শরীরে সমুদ্র নিয়ে ঘোরাফেরা করছি। আমাদের হোল বডিতে আছে সমুদ্র।”

– হুমায়ুন আহমেদ

 

জীবনবোধের লেখক প্রিয় এই মানুষটার প্রয়ানের দিন আজকে। গভীর শ্রদ্ধা জানাই। দেয়ালের ওপারে অনেক অনেক ভালো থাকুন আপনি ।

Leave a Reply