দাঁড়ি উঠা ঝামেলা বাড়ার সমানুপাতিক

দাড়িআমার এক ছাত্রের নতুন দাঁড়ি গজাইছে। এই উপলক্ষে সূত্র লিখছে।

”দাঁড়ি উঠা ঝামেলা বাড়ার সমানুপাতিক”
দাঁড়ি = D
ঝামেলা = G
সুতরাং, D ∝ G
অথবা, D = AG [যখন মেজাজ = M ধ্রুবক]

এখানে, A একটি সমানুপাতিক ধ্রুবক। A কে রাগ ধ্রুবক বলা হয়। এটি সর্বজনীন ধ্রুবক নয়। A এর মান দাঁড়ির ঘনমাত্রা এবং খোচা খোচা হওয়ার উপর নির্ভরশীল। এই সূত্রটি তৃতীয় মাত্রার অলসদের জন্য প্রযোজ্য 🙂

ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। ফিজিক্স বই পড়ে পড়ে প্রচুর আবেগ জমছে। এ হচ্ছে আবেগের প্রতিফলন 🙂

Leave a Reply