সূর্য হতে অগ্নিবৃষ্টি ঝরছে-
ফোঁটায় ফোঁটায় গা ভেসে যাচ্ছে আমাদের
অথচ তুমি নির্বিকার
আমার জন্য সবই পারো তুমি
অসীম দীর্ঘায়িত সময়ের পানে চেয়ে ভাবি
সেদিন এলো দুপুরে সাতাঁর কাটছিলাম
মেঘের ঘোলাটে অশ্রুকনায়
তুমি এসে বললে
অনেক হয়েছে, এবার রাখ পাগলামি।
আমি ডুবে যাচ্ছি…
পুকুরের অগভীরতায় নয়
তোমার চেতনার গহীন অরণ্যে
তোমার মাঝে আমার সমগ্র অস্তিত্ব
ভেসে যায়, ডুবে যায়।