বরাত ছিল আমার প্রাইমারী স্কুলের বন্ধু। চতুর্থ শ্রেণীতে আমরা একসাথে পড়ি।তারপর আমি অন্য স্কুলে চলে যাই। আমার বাবা আমাকে একই স্কুলে কখনো দু’বছর পড়াননি।কারন ছোটবেলায় আমি এতই বাজে ছাত্র ছিলাম যে, কোনোবারই ফাইনাল পরীক্ষায় পাস করতে পারতাম না।টিচাররা বাবাকে ডেকে শুকনো গলায় বলতেন, ‘ভাইসাহেব আপনার ছেলেরতো মেধা বলতে কিছু নাই। মাথায় শুধু গোবর।ওকে আরেকবছর এই […]