Menu
Categories
ছেলেবেলার ঈদ
December 5, 2015 কিছু শৈশব

imagesআমাদের ছোটবেলার ঈদ ছিলো অন্যরকম এক আনন্দের। জানিনা এখনবার ডিজিটাল যুগের বাচ্চারা এইসব আনন্দ কখনো পাবে কিনা।

নতুন জামা পরে ঈদগাহে নামাজ পরতে যাওয়ার জন্য বাবার কাছে আবদার করতাম । অন্যসময় ধমক-ধামক মারলেও আজকে নামাজে নিয়ে যাচ্ছে বাবা । হাসিমুখেই নিচ্ছেন। অনেকে এতোই ছোট যে, ঈদগাহে বাবার কোলে বসে হিসু করে দিচ্ছে। বাবা সেই লুংগি নিয়েই নামাজ শেষ করছেন। বাবার পাঞ্জাবীর পকেট টেনে ধরে রাখছে বাচ্চারা-ঈদের সেলামী চাই তাদের। বাবারা অবশ্য হতাশও করছেন না কাউকে। পকেট থেকে দু’টাকার কচকচে নোট বের করে দিচ্ছেন।
বাচ্চাটা সেই নোট নিয়ে খুশিমনে দৌড় দিচ্ছে বাজারের দিকে। পোঁটকা-বাঁশি কিনতে। বাশির মুখে বেলুন লাগিয়ে ফুলানো। তারপর মুখ থেকে বের করে দিলে বেলুনের হাওয়া কমবে আর পোঁ-পোঁ আওয়াজ হবে। অনেক মজার ব্যাপার। বাঁশি বাজিয়ে সবার কান ঝালাপালা করে দিচ্ছে ওরা। কিন্তু আজকে বাবা-মারা কিছুই বলছেন না। অন্যসময় হলে মেরে আস্ত রাখতেন না। আজ ভাবছে- করুক না একটু মজা, ঈদের দিন। আমরা কতই না মজা করেছি!

স্মৃতির গভীরে গিয়ে নষ্টালজিয়ায় ভুগছেন বাবা-মায়েরা। মনে মনে হাসছেন সুখ স্মৃতিগুলো মনে করে করে। সেই সব দিন আর নাই 🙁

Leave a Reply

You must be logged in to post a comment.

*