Menu
Categories
স্যার যখন মামা
December 5, 2015 blog

imagesবুয়েটের ভর্তির পর রেজিষ্ট্রেশনের জন্য সিভিল ডিপার্টমেন্টে ঘুরতেছি। হেডের সাথে দেখা করতে হবে। উনি আমার অ্যাডভাইজারও । কিন্তু হেডের রুম খুঁজে পাচ্ছিনা। চারতলায় দেখি, পাঞ্জাবী-পায়জামা-টুপি পরা শশ্রুমণ্ডিত এক লোক ঘুরতেছে। আমি ভাবলাম, ল্যাবের মামা নাকি।
আমি উনাকে ডেকে বললাম, মামা হেডের রুমটা কোন দিকে বলতে পারেন??
উনি বলল , ওই সোজা গিয়ে বামে যান ।
আমি অনেক খুঁজেও পাচ্ছিলাম না। পরে পাওয়া গেল। আধ ঘন্টা এ মাথা ও মাথা ঘুরে পেলাম অবশেষে।  হেডের রুমে নক করে বললাম , স্যার আসবো?
– কাম ইন।
রুমে ঢুইকা পুরাই হতবাক। আমার সেই কথিত মামাই ডিপার্টমেন্ট হেড এবং আমার অ্যাডভাইজার।

অস্ফুটে বলে ফেললাম, স্যার আপনি…সরি স্যার !

স্যার আমার অবস্থা দেখে, দাড়িগোঁফের মাঝখানের পাতলা ঠোটদুটো ফাঁক করে একটা ফিকে হাসি দিলেন 😀

Leave a Reply

You must be logged in to post a comment.

*