বুয়েটের ভর্তির পর রেজিষ্ট্রেশনের জন্য সিভিল ডিপার্টমেন্টে ঘুরতেছি। হেডের সাথে দেখা করতে হবে। উনি আমার অ্যাডভাইজারও । কিন্তু হেডের রুম খুঁজে পাচ্ছিনা। চারতলায় দেখি, পাঞ্জাবী-পায়জামা-টুপি পরা শশ্রুমণ্ডিত এক লোক ঘুরতেছে। আমি ভাবলাম, ল্যাবের মামা নাকি। আমি উনাকে ডেকে বললাম, মামা হেডের রুমটা কোন দিকে বলতে পারেন?? উনি বলল , ওই সোজা গিয়ে বামে যান । […]