একবার বনানী থেকে উত্তরা যাচ্ছিলাম। বনানী পার হওয়ার পর তেল শেষ। রিজার্ভের তেল যে খরচ করছিলাম তাও ভূলে গেছি। প্রায় চার পাঁচ কিলো পরে রেডিশনের পরে পাম্প আছে। পুরা পথ ঠেলতে হবে। রাত সাত’টার মতো বাজে। বাইক ঠেলা শুরু করলাম। একটু পরপর একেকটা বাইক যাচ্ছে , কেউ হয়তো একবার তাকাচ্ছে , তারপর টান দিয়ে চলে […]