বাসার জন্য একটা খুব চিকন ফটো ফ্রেম কিনেছি তিন ফিট লম্বা। এটা দুইটা পয়েন্ট থেকে ঝুঁলাতে হবে।আমার ওয়াইফ চ্যালেঞ্জ ছুড়ে দিল, কিসব বিল্ডিং ডিজাইন করো তোমরা দেখি হিসাব করে বের করো কোন পয়েন্ট থেকে এই ফ্রেমটাকে ঝুঁলালে মোস্ট স্ট্যাবল কন্ডিশনে থাকবে। খুব ইজ্জতে লাগল। সামান্য যা ইঞ্জিনিয়ারিং জানি তা নিয়েই চ্যালেঞ্জ।অংক করে বের করলাম কোন […]