ব্যক্তিগত জীবনে লাজুক স্বভাবের হলেও টিউশনীর স্যালারির ব্যাপারে আমি নির্লজ্জ টাইপের ছিলাম। মাসের ৩০ তারিখেই টাকা চাইতাম, যাতে ১ তারিখে পাই। তো একটা ছাত্র পড়াতাম ইংলিশ মিডিয়ামের। ছাত্রের বাবা ছিলেন খুবই ভদ্রলোক। মাসের ১ তারিখ আসার আগেই টাকা দিয়ে দিতেন। খামে ভরে। চকচকে নোট। চাওয়ার আগেই। এমনো হয়েছে কোন কারনে মাসে মোট পাঁচদিন পড়িয়েছি কিন্তু […]