এক কাজিন সারাদিন মুখ বুজে ডায়েরী লেখে। আমি বললাম, কি লিখিস দেখাতো। প্রথমে দেখাচ্ছিলনা। লজ্জা পাচ্ছে। পরে বলল, আচ্ছা দেখো। দেখলাম ও বয়সে ছোট হলেও অনেক মজা করে লিখতে পারে। এক পাতায় লিখছে – ‘দীর্ঘদিন ধরে নোটবুকের পাতার অনু এবং আমার হাতের কোষগুলোর মধ্যে কোন সংঘর্ষ নেই। যেখানে সংঘর্ষ নেই – সেখানে সৃষ্টি নেই’