আমাদের বিল্ডিং কোডে দুইটি বিল্ডিং এর মাঝে যথেষ্ট জায়গা রাখার জন্য জমির পরিমাণের উপর ভিত্তি করে সেটব্যাকের মান নির্দিষ্ট করে দেয়া আছে। কিন্তু ঢাকায় জায়গার অপ্রতুলতার কারনে অনেক বিল্ডিং মালিক এই সেটব্যাক মানতে চান না। আবার সেটব্যাক ঠিক থাকলেও উপরের তলা গুলোতে ক্যান্টিলিভার স্ল্যাব বের করে পুরো জায়গা নিয়ে নেন। এতে বিল্ডিংয়ের ফাংশনালিটি চরমভাবে ব্যহত […]