বুয়েটে মাষ্টার্সে ভর্তি পরীক্ষা ছিল সকাল দশটায়। ঘুম থেকে উঠলাম ৯ : ৫৫ তে।
হন্তদন্ত হইয়া যাইয়া দেখি প্রশ্নোত্তর কিছুই পারিনা। প্রিপারেশন নেই নাই। পরীক্ষার খাতায় আর প্রবেশপত্রে নিজ মনে আঁকিবুকি করতেছিলাম।
হঠাৎ স্যার আইসা কয় , এই ছেলে তুমি কি করতেছো?
আমি কই, রাফ আকাআকি করি স্যার।
স্যার কয়, মানে কি এগুলার?
আমি বললাম, স্যার এইগুলার কোন মানে নাই। অর্থহীন আঁকাআকি ।
এবার স্যার রেগে গিয়ে কয়, ভালোমত এক্সপ্লেইন করো । নাইলে তোমার পরীক্ষা বাতিল হবে।
আমি বললাম, কোন সমস্যা নাই স্যার , পরীক্ষা বাতিল করেন। বুয়েটে মাষ্টার্স করার কোন ইচ্ছা নাই।
ফলাফল, অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থী বহিষ্কার ও পরীক্ষা বাতিল 😛
যাইহোক অসদুপায়ের জন্য গ্রেপ্তার হইনাই এই বেশী। তাইলে নিউজ হইতো, ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে তরুন গ্রেপ্তার। তিন দিনের রিম্যান্ড মঞ্জুর 😛
ভাবলাম পরীক্ষার হলে বইসা অনেকদিন পর একটু সৃজনশীল কাজ করুম । তাও আর হলোনা। বাংলা সিনেমার ভাষায় – ওরা আমাকে ভালো হতে দিলোনা।