লাইসেন্স ছাড়া পার পাওয়া

imagesঅনেক আগের ঘটনা। নতুন বাইক কিনেছি । কোন পেপার নাই। লার্নার লাইসেন্স নিলাম মাত্র।  পুলিশ সার্জেন্ট আটকাইছে । বলল  পেপার দেখান।

– ভাই নতুন বাইক। পেপার রেডি হয় নাই।

– তাইলে ড্রাইভিং লাইসেন্স দেখান।

– নাই। লার্নার আছে শুধু।  সামনের সাপ্তায় টেস্ট দিব।

– কী করেন?

– স্টুডেন্ট

– কোথায় পরেন?
– বুয়েটে

– ও আচ্ছা , কোন বুয়েট ? ঢাকা বুয়েট না প্রাইভেট বুয়েট

আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, ঢাকা বুয়েট।

– ঢাকা বুয়েট হইলে যান। প্রাইভেট বুয়েটগুলা ফালতু ! ঢাকা বুয়েট বইলা আপ্নেরে ছাইড়া দিলাম। নাইলে একটা মামলা দিতাম
আমি বললাম, ভাই শোনেন ঢাকা বুয়েট প্রাইভেট বুয়েট বলে কিছুনাই। আর কাউকে ঢালাওভাবে কিছু বলার অধিকার আপনার নাই। মানুষকে সম্মান করে কথা বলবেন। প্রয়োজনে আমাকে একটা মামলা দিয়ে দেন। কোন সমস্যা নাই।

দেখি পুলিশ অফিসার অদ্ভুত দৃষ্টিতে তাকাইয়া আছে। বলল, সরি ভাই। আমি আর কিছু না বলে চলে আসলাম।

Leave a Reply