গতকাল ১৯ জুলাই ২০১৬ তে , “মাসুদ রানা’র স্রষ্টা কাজী আনোয়ার হোসেনের জন্মদিন ছিল।
অনেক অনেক শুভেচ্ছা কাজীদাকে। এই মানুষটা আমাদের শৈশব ও কৈশোরকে রিশেপ করেছেন। সেবা প্রকাশনী না থাকলে শৈশবটা অন্যরকম হতে পারত। মাসুদ রানা , তিন গোয়েন্দা , ওয়েস্টার্ন, কুয়াশা সিরিজ না থাকলে কিভাবে শৈশব পার করতাম ভেবে পাইনা।
পড়ার বইয়ের ফাঁকে ফাঁকে লুকিয়ে মাসুদ রানা পড়তাম। আম্মা রান্নাঘর থেকে আসলেই লুকিয়ে ফেলতাম। আমাদের সময়কার বুদ্ধিভিত্তিক বিকাশ , মননের বিকাশ সবই সেবা প্রকাশনীর অবদান।
কাজীদা মানুষটা একেবারেই প্রচারবিমুখ। এবার ৮১ তে পা দিলেন । আরো দীর্ঘায়ু যেন পান সেই দোয়া করি। উনার বাবা কাজী মোতাহার হোসেনও বাংলা সাহিত্যের অন্যতম লেখক ছিলেন। কিন্তু কাজীদা জনপ্রিয়তায় বাবাকেও ছাড়িয়ে গেছেন। উনার ছেলেরাও লেখালেখিতে যুক্ত। কি অসম্ভব সুন্দর একটা পরিবার।
গতকালকে আরেক প্রিয় লেখক হুমায়ুন আহমেদের প্রয়ান দিবস ছিল। প্রকৃতির কি অদ্ভুত বৈপরীত্য। একই দিনে বাংলাদেশের দুই কিংবদন্তি লেখকের জন্ম ও মৃত্যুদিবস !