ইহা সেই স্বপ্ন হংসিনী বালিকার ফ্রক যার ফ্রকের আচলে শহরের পোড়া পেট্রোলের বদলে লেগে থাকে মিষ্টি গন্ধভরা মাটির সুবাস কিংবা শুষ্ক গোবর্জ্যের চুলায় ধোয়া ধরা আলু তরকারীর মাংগলিক ঝোঁল; এই ফ্রক নিয়ে বালিকা খেলে-কুতকুত, কানামাছি আরো কত কী বেণী করা চুল নিয়ে বনবালার ন্যায় ঘন অরণ্যে উদাস হতে গিয়ে অশথের শাখায় বালিকার ফ্রক আঁটকে যায় […]