বর্ষাকাল আমার কাছে চরম বিরক্তিকর একটা ঋতু। কারন বর্ষাকাল সবার কাছে আনন্দের ঋতু হয়ে এলেও আমার কাছে আসে ঝাড়ির ঋতু হয়ে। আমি আর আব্বু ছোটবেলায় একসঙ্গে বাজার করতে যেতাম। রায়ের বাজার কাচাঁবাজার। জায়গাটা খুব নোংরা। তার উপর বৃষ্টি বাদল হলে আরো নোংরা হয়ে থাকত। বৃষ্টি হবার পর রাস্তাটা থঁকথঁকে হয় যেত। আমি একটু পা ঘষে […]