বুয়েট লাইফের শেষে আইসা এতো অলস হইছি যে, গোসল করার জন্য সাবান কিনতেও মনে থাকেনা।
কিন্তু প্রতিদিন বাথরুমে যাইয়া দেখি কে যেন একটা সোপ কেস সাজাইয়া রাখছে । একটা ডাব্ সাবান, একটা হুইল আর একটা সানসিল্ক শ্যাম্পু। আর কি লাগে!
গত একমাস ধইরা এভাবেই চলতেছে।
এক সপ্তাহ ধইরা আমার টুথপেস্ট নাই। অলসতার কারনে কেনা হয়না। দাঁতও মাজা হচ্ছেনা। মুখ দিয়া সারাদিন ভকভক কইরা গন্ধ বের হচ্ছে। গার্লফ্রেন্ডও দূরে সরে যাচ্ছে।
আজকে সকালে দেখলাম, সোপ কেসের পাশে একটা মেডিপ্লাস টুথপেস্ট। এবার দাত হবে ঝকঝকে তকতকে। মুখে থাকবেনা কোন দূর্গন্ধ। এই মটো নিয়া দাঁত মাইজা মাড়ির রক্ত বাইর কইরা ফেললাম।
যাইহোক এই সাবান আর পেস্টের মিরাকলটা বুঝলাম না। নিশ্চয়ই কোন জ্বিন কফিলের কাজ।