আম্মার সাথে , দেড় যুগ আগে

এই ছবি তোলার পিছনে ঐতিহাসিক কাহিনী আছে। খাট আর টেবিলের মাঝখানে কাঠ দিয়ে ব্রীজ বানিয়ে হাঁটছিলাম। হঠাত পা পিছলে পড়ে খাটের কোনায় বাড়ি খেয়ে মাথা ফাটিয়ে ফেললাম। রক্তারক্তি কান্ড । মাথায় ব্যান্ডেজ দেয়া হলো। তিনটা সেলাই পড়লো।   হসপিটাল থেকে ফেরার পথে আব্বু  বলল , অ্যাকসিডেন্টতো আর ডেইলী ডেইলী হয়না। তোমার আম্মার সাথে একটা ছবি তুইলা রাখো। স্মৃতি থাকুক। সেই যে তোলা হলো আম্মার সাথে আর ছবি তোলা হয়নাই। আম্মাকে যদি বলি, চলো একটা ছবি তুলি, আম্মা তাচ্ছিল্য ভরে অদ্ভুত দৃষ্টিতে তাকায় থাকে 🙂

With My Sweet Mom

With My Sweet Mom

Leave a Reply