যেমন খুশি লেখাপড়া!

imagesআমার এক বন্ধু পরীক্ষা নিয়ে অদ্ভুত একটা থীওরী দিয়েছে। ওর মতে পরীক্ষার কোন নির্দিষ্ট সময় থাকা উচিত না। পরীক্ষার সময় হবে যতক্ষন খুশি ততক্ষণ লেখালেখি। কারন কিছু বিষয় আছে আমরা সময়ের জন্য লিখতে পারিনা। অথচ বিষয়টা জানি। পরীক্ষার নাম্বার বলছে জিনিসটা তুমি লিখতে পারোনাই তাই নাম্বার দেইনাই। কিন্তু সময় বেশী দিলেই সে হয়তো মাথা খাটিয়ে লিখতে পারতো বিষয়টা।

ওর খুব ইচ্ছা একটা স্কুল দিবে যেখানে পরীক্ষার সময় থাকবে মোটামুটি একদিন। ওপেন বুক। কিন্তু দেখাদেখি করা যাবেনা। আর এই স্কুলে না আসলে কোন শাস্তি দেয়া হবেনা। ক্লাস পালানোর জন্য কোন শাস্তি থাকবেনা। কারো ক্লাস ভালো না লাগলে বের হয়ে যেতে পারবে। ক্লাসে ঘুমাতেও পারবে।

ব্যাপারটা খারাপ হয়না। একটা মডেল স্কুল দাঁড় করিয়ে দেখা যায় কেমন হয় 😀

Post Link : https://www.facebook.com/jaher.wasim/posts/10207334450020107

সময়কালঃ ১ ডিসেম্বর ২০১৫

Leave a Reply