জঅগ্নিবৃষ্টির মত মেঢ্রার শম্বরে ভিজে যাচ্ছ তুমি
তোমার তুরন্ত দেহটা ধীরে ধীরে নির্বিকার-নিস্তেজ হয়ে আসছে।
দীর্ঘ আন্দোলনে তোমার জং ধরা দেহে দেখা দিয়েছে permanent deformation
তোমার বিতংসে সাতাঁর কাটতে কাটতে আমিও নেপোলিয়নের মত ক্লান্ত
সিগারেট নিভে গেছে তাইবলে লেজটা আর সহ্য হচ্ছেনা বুঝি?
Ok মেঘের অশ্রুকনাদিয়ে তোমাকে যত্ন করে ধুয়ে দিচ্ছি,
রক্তকবরীর জালটা ইউনিফর্মের মতো পরে নাও তাড়াতাড়ি।
তোমারের উদরের উত্তাপ নিয়ে বিদায় হচ্ছি আমি
অভিমানী শঙ্খের ন্যায় পড়ে থেকোনা-
সময় পেলে আসবো মাঝে মধ্যে।
কামনার কণাগুলো কফির বয়ামে লুকিয়ে রেখো কিন্তু।