নিশুতি রাতের কাব্য

nightযখন রাতটাকে নিশুতি বলে মনে হয়

আমি নিনাদিত শঙ্খের স্বাদ পেয়ে একধরনের চাপ ( P = F/A ) নিয়ে উন্মত্ত হই ,

হঠাৎ মাথায় বিদ্যুৎ খেলে যায়  জোনাকিপোঁকার ধ্রুপদী সংগীত –

তখন মাঝেমধ্যে কয়েক টুকরা জোছনার আলো থাই গ্লাসের পর্দার ফাঁক গলে আমাদের
সোফায় বসে থাকা ছোট্ট পোকার চোখে আশ্চর্য সব আঁকিবুকিঁ খেলে
হ্যা, কখনো কখনো ভূত ভেবে ভয় পেলে আমার গৃহবাসী দ্বিধাময় মন তিন লাইন
এলোমেলো গদ্য লিখে ফেলে
যেগুলোকে আমি কিংবা আমার লিপ্সাকাতর মনটা কবিতা বলে চালিয়ে দিতে চায়-
আরো অনেকখানি সময় কেটে গেলে আমারো জোছনা হতে ইচ্ছা করে,

কিংবা তার চেয়েও একটু বেশি আলোকিত
যেমনি করে একাত্তরে কিছু মশাল সূর্যকে ঢেকে ফ্যালে
তখন আমি নিভৃতচারী জীববাবুর কথা ভেবে
সামান্যকিছু সুখ পাই;
জোছনারা বিদায় নিলে
তবেই ল্যাম্পপোস্টগুলো আলো ছড়ায়।

Leave a Reply